সোমবার | ২৩ ডিসেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে লংগদুতে আ.লীগের বিক্ষোভ

প্রকাশঃ ২২ মে, ২০২৩ ০৬:০১:১৩ | আপডেটঃ ২৩ ডিসেম্বর, ২০২৪ ০১:১১:৪৩

সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'কে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদ, দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচারের দাবিতে রাঙামাটির লংগদুতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

 

সোমবার (২২ মে) সকাল ১১ টায় লংগদু উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে অবস্থান করেন। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়

 

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম এর সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আব্দুল আলী প্রমুখ

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার কল্যাণে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঠিক তখনই একাত্তরের পরাজিত শক্তি বিএনপি-জামাত চক্রান্তে মেতে উঠেছে। তারা দেখেছে, নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনাকে হারানো সম্ভব নয়। তারা একাধিকবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিএনপি-জামাত যদি কোনভাবে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে তাদের শক্তভাবে প্রতিহত করা হবে।

 

বক্তারা আরও বলেন, ‘যে নেত্রীকে নিয়ে সারা বিশ্ব অহংকার করে তাকে বিএনপি নেতা হুমকি দেয়।বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের নেত্রীর জন্ম ক্যান্টনমেন্ট থেকে হয়নি। তিনি রাজপথ থেকে নেত্রী হয়েছেন। তাকে হুমকি ধমকি দিয়ে কোন কাজ হবেনা

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি মীর সিরাজুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপু, মহিলা সম্পাদিকা আনোয়ারা বেগম, যুবলীগ সভাপতি মো. চান মিয়া সম্পাদক কামাল উদ্দিন পাশা প্রমুখ

 

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের  নেতাকর্মী উপস্থিত ছিলেন

 

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেকবরস্থানেপাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ২২ মে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা দেওয়া হয়

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions