মঙ্গলবার | ২৪ ডিসেম্বর, ২০২৪

বান্দরবানে ৩১ কোটি টাকার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২০ মে, ২০২৩ ০৫:১৭:৫১ | আপডেটঃ ১৯ ডিসেম্বর, ২০২৪ ১০:৩৯:০৯

সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। কেবল শহর নয়, তৃণমূল পর্যন্ত উন্নয়ন পৌঁছে দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক   মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তিনি বলেন, আওয়ামী লীগ আবারো ক্ষমতায় এলে দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং জনগণের সেবা করবে।

 

শনিবার সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে প্রায় ৩১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মন্ত্রী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন।

 

পার্বত্য জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, সড়ক জনপদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অর্থায়নে স্টেডিয়াম গ্যালারি নির্মাণ, সড়ক উন্নয়ন, পানি সরবরাহ প্রকল্প, টেকনিক্যাল ইনস্টিটিউট সহ মোট ১৩ টি প্রকল্পের উদ্বোধন ভিত্তি প্রস্তর দেন পার্বত্যমন্ত্রী।

 

সময় তার সাথে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ, সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সড়ক জনপদের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন, জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াসিন আরাফাত, জনস্বাস্থ্যর নির্বাহী প্রকৌশলী শর্মিষ্ঠা আচার্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন 

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions