শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইসলামপুর এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০২২ ০৬:১৫:৩৭ | আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ১২:৫৭:৪৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে মাদক ব্যবসায়ীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাঙামাটি পৌরসভার ১ নং ওয়ার্ডের ইসলামপুর এলাকার বাসিন্দারা।

শুক্রবার ১১ নভেম্বর দুপুরে রিজার্ভ বাজার এলাকার ইসলামপুর বাজারের মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় আবুল শেখ,  তাজুল ও তাজুলের পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত। মাদক ব্যবসার কারনে এলাকার যুব সমাজ নষ্টের পাশাপাশি সমাজে অস্থিরতা দেখা দিয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে এলাকার অনেকের বিরুদ্ধে হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। এমনকি মামলা দিয়েও হয়রানি করার অভিযোগ করা হয়। বক্তারা আরো বলেন, এ বিষয়ে প্রশাসনকে বারবার  অভিযোগ করেও কোন ধরনের সহায়তা পাওয়া যাচ্ছে না।

মানববন্ধন ও সমাবেশে স্থানীয় এলাকায় বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো: ইউসুফ, মো: মুজিবুর রহমান, মো: আলমগীর, মো: কামাল,  মো: মামুন, মো: আবব্দুস সালাম,  মো: জহিরুল প্রমুখ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions