কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৩৯তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস-২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলার তিনটিলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির স্থায়ী কার্যালয়ে জেএসএস সংস্কার ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মানবেন্দ্র নারায়ণ লারমার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শোকপ্রস্তাব পাঠ করা, কালো ব্যাজ ধারণ, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জনসংহতি সমিতির উপজেলা সভাপতি অলঙ্গ লাল চাকমা, সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা, জনসংহতি সমিতির আটারকছড়া ইউনিয়ন কমিটির সভাপতি কালি কুমার চাকমা, লংগদু ইউনিয়ন কমিটির সভাপতি সুমন চাকমা, মাইনীমূখ ইউনিয়ন কমিটির সভাপতি অজিত চাকমা,যুব থানা কমিটির সাধারণ সম্পাদক জিন্টু চাকমা ও পিসিপি'র রুপক চাকমাসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জনসংহতি সমিতির লংগদু থানা কমিটির সভাপতি অলঙ্গ লাল বলেন, "আমরা পাহাড়ি জনগণ মুক্তি চাই। রক্তপাত, হানাহানি ও ভ্রাতৃঘাতি সংঘাত আর দেখতে চাইনা।"
তিনি আরো বলেন, এমএন লারমার আদর্শে উজ্জীবিত হতে হবে। তাহলেই পাহাড় থেকে হিংসা, হানাহানি, রক্তপাত, জুলুম বন্ধ হবে।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে মৃতুবার্ষিকী পালন সম্পন্ন করবেন বলে জানিয়েছেন জনসংহতি সমিতির নেতৃবৃন্দ।