কাউখালীতে তিনটি ইটভাটা বন্ধ ঘোষনা রাঙামাটির নানিয়ারচরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ জামায়াতের রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী উদযাপন প্রকাশিত সংবাদে ভিন্নমত জানিয়েছে বাঘাইছড়ির ছাত্র-যুব ও স্বেচ্ছাসেবকদল রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এর যোগদান
সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন এর সঙ্গে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় অফিসার ইনচার্জের কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি ইকবাল উদ্দিন বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ কমে যাবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু দারদা খান আরমান ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- লংগদু থানার এস.আই শাহাবুর আলম, লংগদু প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ গোলামুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক মামুন, দপ্তর সম্পাদক আরাফাত হোসেন বেলাল, সদস্য সাকিব আলম মামুন ও বিপ্লব ইসলাম প্রমুখ।