শনিবার | ১১ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে প্রশিক্ষণ সমাপ্ত

প্রকাশঃ ০৮ নভেম্বর, ২০২২ ০৫:২৩:০৫ | আপডেটঃ ০৯ জানুয়ারী, ২০২৫ ১২:০৫:৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। টংগ্যা কতৃক আয়োজিত আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য ও আমাদের ভবিষ্যৎ প্রকল্পের আওতায় যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক তিন দিনব্যাপী (৬-৮ নভেম্বর) আজ আশিকা কনফারেন্স হল এ সমাপ্ত হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক বেগম শাহান ওয়াজ উপস্থিত ছিলেন। সেই সাথে টংগ্যার নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ পরশ খীসা  বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাস্টার ট্রেইনার মিস রিমি চাকমা ও এ্যাডভোকেট সুস্মিতা চাকমা উপস্থিত ছিলেন।

উক্ত প্রশিক্ষণে রির্সোস পারসন হিসেবে ছিলেন বিলাইছড়ি বরকল ও বাঘাইছড়ি উপজেলার UHFPO, UFPO, MOMCH কর্মকর্তাগণ।প্রশিক্ষণের আয়োজন ও সার্বিক তত্বাবধানে প্রকল্প সমন্বয়ক কুলদীপ রায় এবং প্রকল্পের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions