সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। ধর্ম জ্ঞান, ধর্ম চক্ষু উদয়ের বিশেষ প্রার্থনায় রাঙামাটি জুরাছড়ি উপজেলার আমতলী ধর্মোদয় বন বিহারে ২৯ তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ নভেম্বর) বেলা ২ টায় কঠিন চীবর মঞ্চে আনায়নের মাধ্যমে মূল অনুষ্ঠানে সূচনা করা হয়। এর আগে গতকাল তুলা সুতা তৈরী করে সারা রাত কঠিন চীবর বুনন করে বুনন শিল্পীরা। সোমবার কঠিন চীবর ভিক্ষু সংঘের উদ্দেশ্যে দান করেন সকল বৌদ্ধধর্মাবলম্বীদের পক্ষে আমতলী ধর্মোদয় বন বিহার পরিচালনা কমিটির সভাপতি নিগেরেশ্বর চাকমা। ভিক্ষু সংঘের পক্ষে চীবর গ্রহন করেন বিহারের আবাসিক ভিক্ষু ধর্মজ্যোতি মহাস্থবির।
এ সময় বুদ্ধ মুর্তি দান, কল্পতরু দান, পঞ্চশীল গ্রহন করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমাসহ হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।
এ সময় বুদ্ধের অমুতবানী প্রদান করেন জিনো বোধী মহাস্থবির, জিনপ্রিয় মহাস্থবির, বিমলানন্দ মহাস্থবির ধর্ম দেশনা প্রদান করেন।