প্রকাশঃ ০৬ নভেম্বর, ২০২২ ০৮:৩১:৫০
| আপডেটঃ ১০ জানুয়ারী, ২০২৫ ০৮:৫৮:৪৭
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় দীর্ঘ ৩০ বছর ধরে বসবাস করে আসছেন চলৎশক্তিহীন মোঃ শাহআলম। ভিক্ষা বৃত্তি করে চলে তাঁর সংসার। ৩ বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে স্বাভাবিক জীবনযাত্রা হারান তিনি। টেনে হিচড়ে কোনোমতে চলেন তিনি।একটি হুইল চেয়ার এর জন্য তিনি স্বাভাবিক ভাবে ভিক্ষাবৃত্তি করতে পারছিলেন না।
কাপ্তাই উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা শম্পা আকতার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর নজরে আনলে ইউএনও তাকে কথা দেন খুব দ্রæতই এর ব্যবস্থা নিবেন। আর ইউএনওর এই কমিটমেন্ট দেখে তার সাথে যোগাযোগ করেন স্থানীয় এক দানশীল ব্যক্তি মো.রবিউল হোসাইন জহির। তিনি দু'দিনের মধ্যেই একটা হুইল চেয়ার ইউএনওর হাতে পৌঁছে দেন।
রোববার (৬ নভেম্বর) দুপুরে পক্ষাঘাতগ্রস্থ শাহআলম কে চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলাবাগান গিয়ে হুইল চেয়ারটি বুঝিয়ে দেন ইউএনও মুনতাসির জাহান। এইসময় তিনি হুইল চেয়ারে বসিয়ে নিজ হাতে চালিয়ে একটি রেষ্টুরেন্টে নিয়ে গিয়ে নিজ হাতে খাবার খাইয়ে দেন শাহ আলমকে।
হুইল চেয়ার পেয়ে শাহ আলম এতবেশী খুশি হয়েছেন যে, সে কথা বলতে পারছিলো না, হাসি কান্নার আনন্দঅশ্রæ ঝরে পড়ছিলো তার চোখে মুখে। এসময় উপস্থিত সকলে বলেন, তিনি দীর্ঘদিন ধরে এই এলাকায় থাকলেও আমরা কখনো তার প্রয়োজনীয় জিনিসের কথা কখনো উপলব্দি করেনি। এবার নিশ্চয়ই তিনি বাইরে সহজেই চলাচল করতে পারবেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রহুল আমিন, কাপ্তাই উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা শম্পা আকতার এবং কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য নাট্যজন আনিছুর রহমান উপস্থিত ছিলেন।