সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। কাপ্তাই হ্রদে (কাট্টলী বিল) নিখোঁজের ৩৬ ঘন্টা পর দুই পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
রাঙামাটির লংগদুতে সংঘর্ষের ঘটনাস্থলের ৫০০ মিটারের ভিতরেই মধ্যরাতে জেলেদের জালে উঠে আসে রিটন চাকমার লাশ সকাল ৬টায় ভেসে উঠে এলোমিনা চাকমার মৃতদেহ।
স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও লংগদু থানা পুলিশ উপস্থিততে রিটন চাকমা ও এলোমিনার চাকমার মৃতদেহ উদ্ধার করেন।
গত শুক্রবার (০৪ নভেম্বর) দুপুরে লংগদুর কাপ্তাই হ্রদে (কাট্টলী বিল) স্পীডবোট-বালুবাহী বোটের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত এবং দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল।
এঘটনায় লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন বলেন, লংগদু থানা এস.আই মশিউর ও শাহাবুর আলমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে প্রথম থেকেই ঘটনাস্থলে পুলিশ টিম অংশগ্রহণে ছিলো এবং পরবর্তীতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিখোঁজ দু'জনের লাশ উদ্ধার করা হয়।