রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫
রাঙামাটির লংগদুরের কাট্টলী বিলে

স্পীড বোট- বালুর বোটে সংঘর্ষে নিখোঁজ ২ জন এখনো উদ্ধার হয়নি

প্রকাশঃ ০৫ নভেম্বর, ২০২২ ০৫:০৭:০০ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৭:৪১:২০
ষ্টাফ রিপোর্টার, রাঙামাটি। গতকাল শুক্রবার রাঙামাটির লংগদুতে বালু ভর্তি ইঞ্জিন চালিত বোট ও স্পীড বোটের সংঘর্ষে সাতজন আহত এবং দুইজন নিখোঁজ হয়েছিলো, নিখোজরা এবার বাঘাইছড়ি উপজেলার সাজেক কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়া কথা ছিলো। নিখোঁজরা হলেন- বাঘাইছড়ি উপজেলার ক্যাংড়াছড়ি এলাকার মুক্তলাল চাকমার ছেলে লিটন চাকমা (২০), অন্যজন বরকল উপজেলার সুবলং ইউনিয়নের হাজাছড়া গ্রামের সুরুত চাকমার মেয়ে এলিনা চাকমা (২০)। দুজনই সিজক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

গতকাল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সিজক থেকে ছেড়ে আসে স্পীড বোটটি,, বিকাল ৩টার দিকে লংগদুর উপজেলার কাট্টলী বিল এলাকায় বালু ভর্তি বোটের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে স্প্রিড বোটটি উল্টে চালকসহ ৭জন আহত হয় এবং ২জন নিখোজ হয়।

নিঁখোজদের সন্ধানে রাঙামাটির ফায়ার সার্ভিসের ডুবুরি দল, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা গতকাল থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে, তাদের এখনো উদ্ধার সম্ভব হয়নি।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমীন জানান, "ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপস্থিত রয়েছে। নিখোঁজ দুজনকে খুঁজে বের করার চেষ্টা অব্যহত আছে।"

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions