সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির লংগদুতে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ই নভেম্বর) লংগদু উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের সভাপতিত্বে ও সহকারী প্রশিক্ষক উপজেলা সমবায় কর্মকর্তা নুর মোহাম্মদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী (ঝান্টু)।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, এস.আই আল-আমিন, কৃষি সমবায় কর্মকর্তা সুচিত্র কুমার চাকমা, সমবায়ী আব্দুল আজীজ, লংগদু বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান, লংগদু মোটরসাইকেল সমিতির সভাপতি মোঃ হানিফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উপজেলায় ২৪টি সমবায় কার্যক্রমে প্রায় ৫০০ জন সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নিয়োজিত আছে। যার ফলে মাদক, চুরি ডাকাতি ও অসামাজিক কর্মকান্ড থেকে বিরত রয়েছে। ফলে উপজেলা আইন শৃঙ্খলা ঠিক রয়েছে। আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সকলকে একসাথে সমাজ ও রাষ্ট্রের আর্থ-সামাজিক উন্নয়নে সমবায় ও সমবায়ীদের সহযোগিতা করতে হবে।