রবিবার | ১২ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে ২দিনব্যাপী কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু

প্রকাশঃ ০৩ নভেম্বর, ২০২২ ০৫:৫৬:৩৮ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৯:১৫:৩৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনার কারনে প্রায় ২ বছর পর বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাঙামাটি শহরের রাজবনবিহারে বেইন ঘরে সুতা কাটা ও বেইন বুননের মাধ্যমে চাকমা সার্কেল ব্যারিষ্টার দেবাশীষ রায় ও রাণী ইয়েন ইয়েন ৪৯তম কঠিন চীবর দান অনুষ্ঠান উদ্বোধন করেন।

এসময় বিহার অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাস্থবির, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, রাজবনবিহার পরিচালনা কমিটির সাধারন সম্পাদক অমিয় খীসা, মানবধিকারকর্মী নিরুপা দেওয়ানসহ রাজবন বিহারের উপাসক উপাসিকাসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চাকমা সার্কেল চীফ বলেন, করোনা মহামারীর কারনে রাজন বনবিহারে গত ২ বছর কঠিন চীবর দানানুষ্ঠান হয়নি, এখনো করোনা মহামারি সম্পুর্নরুপে না গেলেও অনেকটা কমেছে। নতুন করে আবার ডেঙ্গু ও যুদ্ধের কারনে অর্থনীতির উপর প্রভাব বিরুপ পড়েছে। আমরা বাংলাদেশসহ সারা বিশে^ শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করছি।

বিশাখা প্রবর্তিত নিয়মে তুলা থেকে সুতা কাটাসহ কোমর তাঁতের মাধ্যমে বুনন প্রক্রিয়ার ২৪ ঘন্টার মধ্যে  তৈরি চীবর দান করা হয় বলে কঠিন চীবর দান বলা হয়।

১৯৭৪ সাল থেকে রাঙামাটি রাজবন বিহারে প্রয়াত বনভান্তে তুলা থেকে সুতা কাটাসহ কোমর তাঁতের মাধ্যমে চীবর বুনন প্রথা চালু করেন। কাল বিকালে চীবর উৎসর্গের মাধ্যমে শেষ কঠিন চীবর দান উৎসব।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions