রাঙামাটি সরকারী কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিলে প্রফেসর তুষার কান্তি বড়ুয়া
সৃষ্টি কর্তার কাছে আমাদের প্রার্থনা বাংলাদেশসহ সারা বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়
প্রকাশঃ ০২ নভেম্বর, ২০২২ ০৭:৪০:৩৫
| আপডেটঃ ০৮ জানুয়ারী, ২০২৫ ০৪:৪৯:১৮
বিশেষ প্রতিনিধি, সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া বলেছেন, খোদার কাছে এখন আমাদের প্রার্থনা বাংলাদেশে এবং বিশ্বে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, ইসলাম ধর্মে আছে অন্য ধর্মের প্রতি, মানুষের প্রতি সম্মান দেখাতে, আমরা সবাই যদি সেই আদর্শ মেনে চলি, তাহলে বিশ্ব মানবতার জয় হবে। প্রতিষ্ঠিত হবে শান্তি ও সম্প্রীতি। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন বৈচিত্রের মাঝে আমরা সুখে শান্তিতে থাকতে চেষ্টা করি।
তিনি আজ বুধবার ( ২ নভেম্বর’২২) রাঙামাটি সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মোঃ জয়নাল আবেদিন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহেদা সুলতানা, সহযোগী অধ্যাপক রনজিত বিশ্বাস, বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব এসাসিয়েশনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা সামসুল মুখতাদির, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রফেসর আবু ছৈয়দ চৌধুরী, প্রফেসর ফেরদৌস কবির। প্রভাষক মুহাম্মদ ওয়ালিদ হোসেন। বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেনরাঙামাটি কলেজ গেইট মসজিদের ইমাম মাওলানা মোজাহেদুল ইসলাম। দোয়া ও মিলাদ মাহফিলে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।