সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

লংগদুতে ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

প্রকাশঃ ৩১ অক্টোবর, ২০২২ ০৮:২৫:১১ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ০৩:৩১:৪২

সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)রাঙামাটির লংগদুতে ৪টি দোকানে অভিযান চালিয়ে চার হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত

 

সোমবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার বাইট্টাপাড়া মাইনী বাজারের চারটি দোকানে বিক্রির জন্য মেয়াদোত্তীর্ণ পণ্য মজুত রাখা, পরিমাপে কম দেওয়ায়, দ্রব্য মূল্যের তালিকা না থাকায় এবং অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর পরিবেশের কারণে জরিমানা করা হয়

 

লংগদু উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়ের নেতৃত্বে এবং লংগদু থানা পুলিশের সার্বিক সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়

 

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ৫৩ ধারা অনুযায়ী বাইট্টাপাড়া মাইনী বাজারের মেসার্স ইখওয়ান ষ্টোরকে হাজার টাকা, রুস্তম  ষ্টোরকে হাজার টাকা, হানিফ ষ্টোরকে শত টাকা এবং আবু ষ্টোরকে শত টাকাসহ মোট হাজার টাকা অর্থদন্ড প্রধান করা হয়

 

উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায় বলেন, ‘মেয়াদোত্তীর্ণ দ্রব্যাদি বিক্রি, মূল্য তালিকা না থাকায়, পরিমাপে কম দেওয়া এবং অপরিস্কার থাকা সহ বিভিন্ন অভিযোগে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। একটি সমৃদ্ধ লংগদু বিনির্মানে ব্যবসায়ীদের আরো আন্তরিক হতে হবে। ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions