সোমবার | ১৩ জানুয়ারী, ২০২৫

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

প্রকাশঃ ২৯ অক্টোবর, ২০২২ ০৪:১৬:৫৭ | আপডেটঃ ১১ জানুয়ারী, ২০২৫ ০৮:৪৩:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও সম্মাননা স্বারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটি জেলা পুলিশের উদ্যোগে শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙামাটি রোভার স্কাউটের সাবেক সভাপতি মোঃ নুরুল আবছার প্রমূখ। অনুষ্ঠানে ২ জনকে সম্মাননা প্রদান করা হয়।
আলোচনা সভার আগে রাঙামাটি পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions