সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি) । "কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র" প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার জুরাছড়ি পুলিশ কর্তৃক “কমিউনিটি পুলিশিং ডে-২০২২” উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল থানা সংলগ্ন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে উপজেলা পরিষদে ফটকে শেষ হয় পরে উপজেলা সম্মেলন কক্ষে -এ কমিউনিটি সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জুরাছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বিশেষ অতিথি যক্ষা বাজার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মাহবুল হক জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি তপন কান্তি দে, এসআই মোহাম্মদ ইমাম উদ্দিনসহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।