মঙ্গলবার | ১৪ জানুয়ারী, ২০২৫
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায়

রাঙামাটিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২২ ০৫:৩৩:২২ | আপডেটঃ ১২ জানুয়ারী, ২০২৫ ১০:১৫:৪৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাঙামাটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি  জেলা, উপজেলা  এবং ক্লাব সমিতির কার্যালয়ে ১৯৫টি ফলজ,বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়। রাঙামাটি শহরের , ভেদভেদিস্থ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন  জেলা কমান্ড্যান্ট (চলতি দায়িত্ব) ফয়জুল বারী।

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনকালে তিনি বলেন, পৃথিবীকে মনুষ্য বসবাসের উপযোগী করতে এবং জীবনের জন্য,জীবিকার জন্য বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের প্রয়োজনীয় অনস্বীকার্য। আরো বলেন শুধু গাছ লাগালেই হবে না,গাছের নিয়মিত পরিচর্যাও সঠিকভাবে করতে হবে।

এসময় অন্যান্যদের উপস্থিত ছিলেন, সহকারী জেলা কমান্ড্যান্ট আব্দুল মোন্তাকিম, নানিয়ারচর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহিদ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions