শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

আলীকদমে জাতির জনকের ৪৭ তম শাহাদত বার্ষিকী পালিত

প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০২২ ১১:০৩:৫৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৫:৪২:০৫

সিএইচটি টুডে ডট কম,আলীকদম (বান্দরবান)বান্দরবানের আলীকদমে নানা আয়োজনে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে

আজ ১৫ আগস্ট (সোমবার )দিনব্যাপী অনুষ্ঠানে সকালে পুষ্পস্তবক অর্পণ উপজেলা পরিষদের মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দীন বিএসসি, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী,আলীকদম থানা অফিসার ইনচার্জ(ওসি)নাছির উদ্দিন সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তি যোদ্ধা আবদুল মান্নান বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী,এনজিও প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ছাত্র - ছাত্রী বৃন্দ

 

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নিজ দলীয় কার্যালয়ে একটি র‌্যালী বের করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে এসে শেষ হয় এবং উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতা নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল এবং আলোচনা সভা,কাঙ্গালী ভোজ এর আয়োজন করা হয়েছে

 

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শাহাদত বার্ষিকীতে ১৫ আগস্ট ১৯৭৫ সালে ভোর রাতে জাতির পিতাকে স্ব- পরিবারে হত্যাকে একটি নাক্ক্যরজনক বর্বরোচিত হত্যাকান্ড বলে আখ্যা দেন পালিয়ে থাকা আসামীদের খুঁজে বের করে বিচারের আওতায় এনে ফাঁসি দাবি জানান

 

তারা আরো বলেন. আজ বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর স্বপ্ন, আদর্শ নির্দেশনা আজও আমাদের সঠিক পথ দেখায় আর তাঁর দেখানো পথ ধরেই তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে চলেছে

 

এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন দপ্তর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, গাছের চারা রোপন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা সহ প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র- ছাত্রীদের পুরষ্কার যুবঋন বিতরণ করা হয়

 

 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions