প্রকাশঃ ২৭ জানুয়ারী, ২০২২ ০৬:৪৯:৩৯
| আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২৪ ০৪:৫৩:৪৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বিস্ফোরক হামলার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০ টার দিকে জেলা শহরের কলাবাগান মিল্লাত চত্বরের অস্থায়ী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। তবে এ সময় কার্যালয়ের ভেতরে কেউ না থাকায় কোন হতাহত হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০ টার দিকে ভাঙ্গাব্রীজের দিক থেকে মোটরসাইকেল করে ২ জন মিল্লাত চত্বরের বিএনপি কার্যালয়ের দিকে কিছু ছুঁড়ে মেরে সোনালী ব্যাংকের দিকে চলে যায়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে লোকজন বের হয়ে আসে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার অভিযোগ করে বলেন, জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া দীর্ঘ কয়েক বছর ধরে মিল্লাত চত্বরে অস্থায়ী কার্যালয়ে বসে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করছেন। বুধবার রাতে ওই কার্যালয়ের ভেতরে ২ টি বিস্ফোরক ছুঁড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে কারা ইন্ধন দিচ্ছে তাদের চিহ্নিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে খঁজে বের করার অনুরোধ করেন তিনি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছে। আলামত ও ঘটনাস্থলের পরিবেশ দেখে প্রাথমিক ভাবে মনে হচ্ছে এটা ফটকা বাজির বিস্ফোরণ। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।