শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

মানিকছড়িতে বিএনপির বিতর্কিত কমিটি বাতিলের দাবি, পদবঞ্চিতদের বিক্ষোভ

প্রকাশঃ ২৪ জানুয়ারী, ২০২২ ০৮:৩৩:০০ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৫:১৭:৪২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলার বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে পদবঞ্চিত নেতাকর্মীরা। তৃণমূলের নেতাকর্মীদের উপেক্ষা করে আর্থিক লেনদেনের মাধ্যমে আহ্বায়ক কমিটি দেয়ার অভিযোগে সোমবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে  সংবাদ সম্মেলন করা হয়। মানিকছড়ি উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম এ করিম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, তৃণমূলের নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে অর্থের বিনিময়ে জেলা বিএনপি মনগড়া পকেট কমিটি মানিকছড়ি বিএনপি প্রত্যাখ্যান করেছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিতর্কিত একতরফা আহ্বায়ক কমিটি বাতিল করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিঁয়ারী দেয়া হয়।

সংবাদ সম্মেলনে  সদ্য বিলুপ্ত কমিটির সহ সভাপতি আরব আলী, মুজিবুল হক বাহার সহ পদ বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার জানান, তৃণমূলকে সুসংগঠিত করতে ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন কমিটি গুলো গঠন করবে। এরপর উপজেলা কমিটি গঠন করা হবে। কমিটিতে সবাইকে স্থান দেয়াও সম্ভব নয়।

সংবাদ সম্মেলন শেষে মানিকছড়ি উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করা হয়।

প্রসঙ্গত,  গত ২০ জানুয়ারী ৫১ সদস্য বিশিষ্ট মানিকছড়ি উপজেলা বিএনপির কমিটি ঘোষণা দেয় খাগড়াছড়ি জেলা বিএনপি।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions