শুক্রবার | ২৯ নভেম্বর, ২০২৪

সরকারের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি পিসিপির

প্রকাশঃ ২২ জানুয়ারী, ২০২২ ০৬:৩৩:৩৬ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ১২:৩৩:৪১
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। অফিস-আদালত, শিল্পকারখানা সবকিছু সচল রেখে সরকারের আবারো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা পাহাড়ে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ধ্বংসের মূখে ঠেলে দেবে। সুতরাং, সরকারের এই ঘোষণা অবিলম্বে বাতিল করে পাহাড়ি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে।
 
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)’র কেন্দ্রীয় সভাপতি সুনয়ন চাকমা ও সাধারণ সম্পাদক সুনীল ত্রিপুরা আজ শনিবার (২২ জানুয়ারি ২০২২) সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করেছেন।
 
নেতৃদ্বয় বলেন, বিগত সময়ে সরকারের ঘোষিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও লকডাউনের কারণে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত হয়েছে, অসংখ্য শিক্ষার্থী ঝড়ে পড়েছে। বিশেষ করে পাহাড়ে অসংখ্যক পাহাড়ি শিক্ষার্থী শিক্ষাজীবন শেষ হয়েছে। প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা জীবিকার তাগিদে এলাকা ছেড়ে  শহরে কল-কারখানাসহ বিভিন্নস্থানে গিয়ে কাজ করছেন, প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে যাওয়ার অনাগ্রহী দেখিয়েছেন। প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও সেসকল শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আর ফিরে আসেনি। কাজে সরকারের আবারো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা পাহাড়ে শিক্ষা জীবনকে আরো বিপন্ন করবে।
 
নেতৃদ্বয় আরো বলেন, সরকারি সিদ্ধান্ত হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নেওয়া। পাহাড়ে অনেক দুর্গম এলাকায় এখনো ঠিকমত নেটওয়ার্ক পাওয়া যায়না। তাছাড়া, দারিদ্রতার কারণে অনেক অভিবাবক তাদের ছেলে-মেয়েদের স্মার্টফোন কিনে দেয়ারমত সামর্থ্য রাখেন না। কাজেই এমতাবস্থায় সেখানকার শিক্ষার্থীরা কিভাবে অনলাইন ক্লাস করবে?
 
নেতৃদ্বয় সরকারকে সমালোচনা করে বলেন, সরকার শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতিত দেশের সকল কিছু খোলা রেখেছে। তাহলে করোনা কী শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমিত হয়? দেশের মানুষের জীবিকা নির্বাহের জন্য স্বাস্থ্যবিধি মেনে যেমন সকল কিছু খোলা  রাখা প্রয়োজন, তেমনি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান সচল রাখা জরুরি। কাজেই সরকারে এই সিদ্ধান্তকে বাতিল করে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলে দেয়ার জন্য আমরা সরকারে প্রতি আহ্বান জানই।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions