চট্টগ্রামে আইনজীবি হত্যার প্রতিবাদে রাঙামাটিতে আইনজীবিদের মানববন্ধন নাশকতার মামলায় নাইক্ষ্যংছড়ির দুই ইউপি চেয়ারম্যান জেল হাজতে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে লংগদুতে স্মরণসভা অনুষ্ঠিত বান্দরবানে আওয়ামী লীগের ৪৮ নেতাকর্মীর জামিন লংগদু-দীঘিনালার মনের মানুষ এলাকায় আগুনে বসতঘরসহ পুড়ছে ব্যবসা প্রতিষ্ঠান
সিএইচটি টুডে ডট কম, (মহালছড়ি) খাগড়াছড়ি।
খাগড়াছড়ির
মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের স্থগিত ২ নং ওয়ার্ডের কেন্দ্রে কোনো রকম ঝমেলা
ছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ৩০ ডিসেম্বর স্থগিত কেন্দ্রটির পুনঃনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মোঃ
গিয়াস উদ্দিন লিডার পেয়েছেন ৮৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাজাই মারমা আনারস প্রতীক
নিয়ে পেয়েছেন ৩০৫ ভোট।
এই কেন্দ্রের ফলাফল সহ মাইসছড়ি
ইউনিয়নের ৯ টি কেন্দ্রে মোট ৩৬২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে পূনরায় চেয়ারম্যান
নির্বাচিত হয়েছেন সাজাই মারমা। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন
মোট ২৯৫৪ ভোট। স্থগিত কেন্দ্র
সাধারণ সদস্য পদে মোঃ মনির হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৬০৮ ভোট পেয়ে
এবং ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য হিসেবে মোছাঃ রাশেদা বেগম ১১৪৪ ভোট
পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। স্থগিত কেন্দ্রটির মোট ভোটার সংখ্যা ছিলো
১৩০৫ জন।
উল্লেখ্যে যে, গত ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউপি নির্বাচনে স্থগিত কেন্দ্রটি বাদে বাকি ৮টি কেন্দ্রের ফলাফলে সরকার দলীয় প্রার্থী নৌকা প্রতীক নিয়ে গিয়াস উদ্দিন লিডার পেয়েছিলেন ২১২২ ভোট, স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে সাজাই মারমা পেয়েছিল ৩৩২১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছিলেন ২৯ ভোট।