শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

পুজা মন্ডপ ভাংচুর ও অগ্নি সংযোগের প্রতিবাদে রাঙামাটিতে সনাতনী সমাজের বিক্ষোভ

প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২১ ০২:০৪:৫৯ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৭:২৯:৫৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শারদীয় দুর্গোৎসব এর সময় কুমিল্লা নানুয়ারদীঘির পাড়ে পুজামন্ডপে পবিত্র কুরআন শরীফ রেখে ধর্ম অবমাননার অভিযোগ তোলে পুজামন্ডপ ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটসহ দেশের বিভিন্ন স্থানে সনাতনী সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণের প্রতিবাদে বিচারের দাবিতে রাঙামাটিতে সর্বস্তরের সনাতনী সমাজের উদ্যোগে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বিকাল ৩টায় রাঙ্গামাটি পৌরসভা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে পুজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মহাজন, অমর কুমার দে, পঞ্চানন ভট্রাচার্য্যসহ ইসকনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে বক্তারা দুর্গাপুজার সময় দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতায় দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, একাত্তরের মৌলবাদি শক্তি এখনো দেশে বিদ্যমান রয়েছে। তারা সবসময় অসাম্প্রদায়িক বাংলাদেশে বিভিন্ন নামে হামলা করেছে। সরকার ও প্রশাসন আন্তরিক হলে সাম্প্রদায়িক শক্তিকে রোধ করা সম্ভব হতো।

সমাবেশ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুর্নবাসনসহ ক্ষতিপুরণ প্রদানের দাবি জানান।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions