শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৫ অক্টোবর, ২০২১ ০৮:৫৬:১৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০২:৪২:৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে স্বেচ্ছাসেবকলীগের কার্যক্রম গতিশীল করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহসভাপতি ডা: জমির সিকদার।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারন সম্পাদক এ কে এম আজিম। বিশেষ বক্তা হিসাবে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম (নাফা) ও কেন্দ্রীয় সদস্য মো: বোকারী আজম বক্তব্য রাখেন।  এছাড়া জেলা ও উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শত্রু ও সাম্প্রদায়িক অপশক্তি দেশরতœ জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।  তারা দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে হঠাৎ করে ভ্রান্ত ধারণা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে নেমেছে।  এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের রুখে দাড়ানোর আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ জানান, সাম্প্রদায়িক অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে সারাদেশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে মর্মে হুশিয়ারি উচ্চারণ করে বক্তারা বলেন- সাম্প্রদায়িক সম্প্রীতি যারা বিনষ্ট করবে তাদেরকে চিরতরে নির্মূল করা হবে।

বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে সকলকে জেগে উঠতে হবে। আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তরা।

এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি কেন্দ্রীয় সংসদ ঘোষিত সকল কর্মসূচী সততা ও নিষ্ঠার সাথে পালনের নির্দেশ দেন নেতৃবৃন্দ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions