বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রাঙামাটিতে জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ক দু'দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২২ অক্টোবর, ২০২১ ০৮:১১:৩১ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৯:৪৫:৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ক দু'দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে।  সকালে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট  এর সম্মেলন কক্ষে দুইদিনব্যাপী কর্মশালার আয়োজন করে জয়বাংলা এ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন” । 

দ্বিতীয় দিনের কর্মশালায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার,  প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সুনীল কান্তি দে, যুব বাংলার প্রতিনিধি জওয়াং রাখাইন উপস্থিত ছিলেন। সিআরআই’র এসিস্ট্যান্ট কোর্ডিনেটর ইসরাত ফারজানা তন্নী অংশগ্রহণকারী তরুণদের সাথে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন। কর্মশালায় সেশন পরিচালনা করেন ইউএনডিপি এর হিউম্যান রাইটস প্রোগ্রাম এর জেন্ডার এক্সপার্ট বিথিকা হাসান, সংগঠনটির প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ-জাহিদ (মিকি) ও প্রকৌশলী সাইদা জান্নাত।

কর্মশালায় জনস্থানে নারীর নিরাপত্তা বিষয়ক দক্ষতা উন্নয়নে নানা বিষয় তুলে ধরার পাশাপাশি নারী বান্ধব জনস্থান বিনির্মাণের দিকে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি বলেন, মানুষের মন মানসিকতার পরিবর্তনটা আনতে হবে। আমাদের সমাজ ব্যবস্থা কিছুটা ব্যাতিক্রম। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে দেশ এখন অনেকটা এগিয়ে গেছে। কিন্তু এখনো নারীরা কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। নারীরা একা চলার পথে নিরাপত্তাহীনতায় ভুগে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তাহলে পুরুষ ও নারী সমানতালে এগিয়ে যাবে।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions