মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলন, দুই লক্ষাধিক টাকা জরিমানা

প্রকাশঃ ২০ অক্টোবর, ২০২১ ০৮:৩৩:৩১ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ১২:০২:২১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির রামগড়ে নদী থেকে পাম্প মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা অর্থদ- করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে রামগড়ের পিলাকঘাট অন্তুপাড়ায় অভিযান চালিয়ে বালু উত্তোলনকারী মো. সেলিমকে অর্থদন্ড দেয় রামগড়ের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।

নির্বাহী অফিসার কার্যালয়ের তথ্যমতে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারা লঙ্ঘন করে বালু উত্তোলনের দায়ে রামগড়ের বল্টুরাম টিলা এলাকার মো. সেলিমকে ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions