বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

লংগদুতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রকাশঃ ১৩ অক্টোবর, ২০২১ ১১:৩৯:৪১ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৮:২৯:৩১
সিএইচটি টুডে ডট কম, লংগদু, (রাঙামাটি)। রাঙামাটির লংগদুতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য বিষয় “মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এ প্রতিপাদ্যকে নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইনুল আবেদীন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions