শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে দেশীয় অস্ত্রসহ আটক ১

প্রকাশঃ ০৩ অগাস্ট, ২০২১ ০৬:০৩:১২ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০৩:৩১:৫৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। গতকাল সোমবার  সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার ডলুপাড়ায় জেএসএস (মূল) দলের চাঁদা কালেক্টর সুমন চাকমা(২৬) কে আটক করেছে বান্দরবান সেনা রিজিয়নের সেনা জোন এবং বান্দরবান থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ এবং সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুসারে রাতে বান্দরবান সেনা রিজিয়নের সেনা জোন হতে একটি বিশেষ টহল এবং সদর থানা পুলিশের টহল যৌথভাবে  ডলুপাড়া এলাকার কেমবা পাড়ার নিকটে একটি পরিত্যাক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি দেশীয় বন্দুক, চাঁদা সংগ্রহের রশিদ বই, ১ টি মোবাইল সেট, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের  নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃত সুমন চাকমা (২৬) জেএসএস (মূল) এর সশস্ত্র সন্ত্রাসী ও চাঁদা সংগ্রহকারী বলে জানা গেছে। অভিযান শেষে তাকে বান্দরবান সদর থানা হেফাজতে রাখা হয়।

বান্দরবান সেনা রিজিয়ন হতে জানানো হয়েছে, পাবর্ত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর বিরুদ্ধে এটি একটি সফল অভিযান। পাবর্ত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions