শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে ভারতীয় পণ্যসহ আটক ১

প্রকাশঃ ০২ অগাস্ট, ২০২১ ০৫:১৯:৪৪ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৭:৩৮:৩৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির গুইমারায় ভারতীয় তৈরী বিভিন্ন ঔষধ ও প্রসাধনী পণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। গতরাতে মাটিরাঙ্গা জোনের অভিযানে বাইল্যছড়ি রাবার বাগান এলাকা থেকে এসব পণ্য  উদ্ধার করা হয়। এ সময় বীর মোহন ত্রিপুরা নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মাটিরাঙ্গা জোনের তথ্যমতে, দীর্ঘ দিন ভারত সীমান্তবর্তী এলাকায় সক্রিয় রয়েছে চোরা কারবারী দলের একাধিক চক্র। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে চোরা কারবারি দলের এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় তৈরী ঔষধ ও প্রসাধনী উদ্ধার করা হয়। দেশের রাজস্ব ফাকিঁ দিয়ে এসব পণ্য বাজারজাতের চেষ্টা করছিল এ চক্র। উদ্ধার হওয়া ঔষধ ও প্রসাধনীর বাজার মূল্য আনুমানিক ১০ লক্ষাধিক টাকা।

গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, মামলা গ্রহণ শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions