শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
বান্দরবান জেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও নৌকায় ভোট দিন : পার্বত্য প্রতিমন্ত্রী

প্রকাশঃ ২৬ জুলাই, ২০১৮ ১০:১৬:২৯ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১০:৪৮:৫৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন ,উন্নয়নের জোয়ার সচল রাখতে আগামীতেও নৌকা মার্কায় আওয়ামীলীগকে ভোট দিন। দেশের ও পার্বত্য এলাকার উন্নয়নে বর্তমান সরকারের আওয়ামীলীগ ছাড়া কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার সকালে বান্দরবান সদরের অরুণ সারকী টাউন হলে “সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই” শ্লোগানকে সামনে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার বিশেষ বর্ধিত সভায় এমনটাই মন্তব্য করেন তিনি। এসময় তিনি আরো বলেন, বান্দরবানে যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের শুন্যর সাথে শুন্যই যোগ হয়েছে, তাদের ফলাফলই আগামীতে হবে শুন্য। অতীতে যাদের নিজেদের কোন পরিচয় ছিল না, তারা আওয়ামীলীগে প্রবেশ করে খন্দকার মোস্তাকের মত আরচণ করেছে। দল কখনো কারো সাথে বেঈমানি করেনি, বিশ্বাসঘাতকতারাই দলের সাথে বেঈমানি করেছে। “ সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই ” বঙ্গবন্ধুর এই বাণীকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যতম তনয়া, ৩ বার নির্বাচিত প্রধানমন্ত্রী বিশ্ব মানবতার জননী, গণতন্ত্রের মানস কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে আগামী নির্বাচনে ও নৌকা মার্কাকে বিপুল ভোটে জয় করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বান্দরবান জেলা আওয়ামীলীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০০ নং আসনের সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সহ-সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু, মোজাম্মেল হক বাহাদুর, অজিত কান্তি দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম মুন্না, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ মুছা কোম্পানী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সহ বান্দরবান জেলার সকল উপজেলা ও ইউনিয়ের নেতাকর্মীরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions