বুধবার | ১৭ এপ্রিল, ২০২৪
পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া

উন্নয়ন বোর্ডের অর্থায়নে হচ্ছে জুরাছড়ির বনযোগীছড়া - পাংখোয়া পাড়া রাস্তা

প্রকাশঃ ১১ জুনe, ২০২১ ০২:১৯:২৪ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১১:০৫:১০
সিএইচটি টুডে ডট কম, জুড়াছড়ি (রাঙামাটি)। ২/১ বছর আগেও আদা-হলুদ, কলা প্রভৃতি বাজারে বিক্রি করতে নেওয়া সম্ভব ছিল না-নিলেই খুবই কষ্ট হত ! এখন আর সেই কষ্ট করতে হচ্ছে না, গাড়ি করে সহজে নিয়ে যেতে পারছি। রাস্তাটি হওয়াই এখন আমাদের আত্ম-সামাজিক উন্নয়নের জন্য আশির্বাদ।

শুক্রবার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নব নিযুক্ত ভাইস চেয়ারম্যান আশিষ কুমার বড়–য়া বনযোগীছড়া পাড়া হতে পাংখোয়া পাড়া পর্যন্ত রাস্তার কাজ পরির্দশন কালে এলাকার জুম চাষী অংখ্যাই চিং মারমা একথা বলেন।

এ সময় বোর্ডের ভাইস চেয়ারম্যান আশীষ কুমার বড়ুয়া বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সড়ক যোগাযোগ থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীদের সৌর বিদ্যুৎতায়ন, নারীদের আত্ম-সামাজিক উন্নয়নে গাভী বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে চলেছে।

তিনি আরো বলেন, তিন পার্বত্য চট্টগ্রমে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওয়াতায় পাড়া কেন্দ্রের মাধ্যমে গ্রামের  ছোট ছোট শিশুরা স্কুলে যাওয়ার আগেই বিশেষ ভাবে শিক্ষা গ্রহন করতে পারছে। পাড়া কেন্দ্রের মাধ্যমে ৬/৭টি সেবা কার্যক্রম রয়েছে-এসব শিশুদের মানসিক বিকাশে সহয়াতা করে। এছাড়াও পাড়া কেন্দ্রের মাধ্যমে কিশোরীর স্বাস্থ্য প্রজনন সেবা কার্যক্রম অবহ্যত রয়েছে।

সকাল সাড়ে ১০টায় বনযোগীছড়াই পৌছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়িতধীন বনযোগীছড়া পাড়া হতে পাংখোয়া পাড়া পর্যন্ত রাস্তার কাজ পরির্দশন করেন। পরে কাংরাছড়ি এলাকায় নির্মানাধীন সেতু পরিদর্শন করেন তিনি।

কাজের গুনগতমান নিশ্চিত করে যথাযথ ভাবে বাস্তবায়িত হওয়াই সন্তোষ্ট প্রকাশ করেন ভাইস চেয়ারম্যান।

এ সময় জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার মোঃ তোফিকুল আহম্মেদ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, এই সড়কটি নির্মান হওয়াই রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বসন্ত মোন পাড়ার পাংখোয়া জনগোষ্ঠীর পাশাপাশি মারমা, চাকমারা নিজস্ব জুমে উৎপাদিত হদুল, আদা, কলা, আম প্রভৃতি কাচামাল সহজে বনযোগীছড়া বাজারে কিংবা সুবলং, রাঙামাটি নিয়ে বিক্রি করতে পারছে।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions