বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে হোটেল হিল অ্যাম্বাসেডরকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ ০৮ জুনe, ২০২১ ০৭:০০:১৪ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১২:৫৭:৪১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে মঙ্গলবার সকালে বনরুপা ও  ফিশারীঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময়  প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে পর্যটক রাখা এবং হোটেলের কাগজপত্র দেখাতে না পারায় রাঙামাটি শহরের ফিসারী ঘাট এলাকায় হোটেল হিল অ্যাম্বাসেডরকে ১০ হাজার টাকা এবং মাস্ক না পড়ায় কয়েকজন জরিমানা করেছে রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।  

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গত ১লা থেকে পর্যটন স্পট বন্ধ থাকা সত্বেও কিছু সংখ্যক হোটেল মালিক সরকারি নির্দেশনা অমান্য করে পর্যটক রাখছে, আমরা এই করোনা ভাইরাস প্রতিরোধে পর্যটকদের রাঙামাটি আসতে নিরুৎসাহিত করছি। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।   


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions