শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে বিক্ষোভ

প্রকাশঃ ০২ জুনe, ২০২১ ০৭:০৯:০৮ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৫:২২:৪৮
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার সকালে শাপলা চত্ত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা পড়ালেখা বিমুখ হয়ে যাচ্ছে। অনেকে অনলাইন ক্লাসের নামে গেমিংয়ে আসক্ত হচ্ছে। পাশাপাশি বাল্য বিবাহের প্রবণতাও বাড়ছে। এছাড়া সমতলের সাথে পাহাড়ের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় পিছিয়ে পড়ছে। তাই অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের প্রতিনিধি কৃপায়ন চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ি শাখার সহ সভাপতি ক্যচিং মারমা অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।  

মানববন্ধনে শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions