শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশঃ ০২ মে, ২০২১ ০৭:২১:৫৪ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০২:১৯:৫৮
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে ২০২১- মৌসুমে উফশী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা আওতায় অগ্রাধিকার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন সংলগ্নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বাঘাইছড়ির তালিকভুক্ত কৃষকদের মাঝে এসব বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়।

বাঘাইছড়ি  উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারণ অধিদপ্তর কর্তৃক বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে ৮ টি ইউনিয়নে ১টি পৌরসভায়, জনপ্রতি ৫ কেজি বীজ, ডি এ পি সার ২০ কেজি,এম ও পি সার ১০ কেজি করে মোট ১১০০ জন কৃষকদের  মাঝে  ৩৩ টন সার এবং সাড়ে ৫ টন আউস ধানের বীজ প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা,মোঃ শাহাদাৎ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ তোফায়েল আহমেদ।
এছাড়া উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, সরকার কৃষির উন্নয়নে সবসময়ই কৃষকদের পাশে ছিলো এবং থাকবে, তাই কৃষি আবাদের জন্য সকল প্রকারের সহায়তা করা হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions