শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে বাঙ্গালি ছাত্র পরিষদের সাংবাদিক সম্মেলন

অপহৃত তিন ব্যবসায়ীকে উদ্ধারসহ পাহাড়ে চাঁদাবাজি-গুম-খুন বন্ধের দাবী

প্রকাশঃ ১৯ জুলাই, ২০১৮ ০৭:০৫:২৬ | আপডেটঃ ১৭ এপ্রিল, ২০২৪ ১০:৫০:১৭
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মাটিরাঙ্গার তিন বাঙ্গালি ব্যবসায়ীকে উদ্ধার , পাহাড়ে আঞ্চলিকদলগুলোর চাঁদাবাজী, গুম, খুন বন্ধের দাবীতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 বৃহষ্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব হলরুমে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালি ছাত্র পরিষদের উদ্যোগে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠন দুটির সভাপতি মোঃ মাঈন উদ্দিন।
এতে বলা হয়, গত ৬ বছরে বিভিন্ন পেশার মোট ২৮জন বাঙ্গালিকে অপহরণ করেছে পাহাড়ী সন্ত্রাসীরা। এরমধ্যে অনেকের লাশ পাওয়া গেলেও বাকীদের এখনো খোঁজ নেই। এসব ঘটনায় প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করে হয়। সাংবাদিক সম্মেলন থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার অপহৃত তিন ব্যবাসায়ীকে উদ্ধার, অপহৃত ২৮জন পরিবার ও তাদের সন্তানদের রাষ্ট্রকে পড়ালেখার দ্বায়িত্ব নেয়া, পানছড়ি বাজার চালুসহ ৮দফা দাবী জানানো হয়। এর মধ্যে দাবী মানা না হলে আগামী ২৪ জুলাই  মানববন্ধন করে বৃহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, যুগ্ন সম্পাদক জাহিদুল ইসলাম, রবিউল হোসেন প্রমুখ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions