প্রকাশঃ ১৩ মার্চ, ২০২১ ১২:১৪:৩৭
| আপডেটঃ ২২ নভেম্বর, ২০২৪ ০৬:০৬:৪০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনালে ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে নুরহাজান ফাউন্ডেশন। ফাইনাল ম্যাচে প্রধান আর্কষণ ছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের কাছে পুরষ্কার বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সহকারী কমিশনার বাসুদেব কুমার মালো প্রমূখ।
খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা বলেন ,‘জেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের লক্ষ্যে ১৬টি দল নিয়ে জেলা প্রশাসক টি-২০ গোল্ডকাপ টুর্ণামেন্ট ২২ ফেব্রুয়ারী খেলা শুরু হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে নুরজাহান ফাউন্ডেশন।