বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

কারাবন্দি ৭ ছাত্রনেতার মুক্তির দাবি ছাত্র ইউনিয়নের

প্রকাশঃ ০৪ মার্চ, ২০২১ ০১:২৩:৫১ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৭:৩৮:৩০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ‘রাষ্ট্রীয় হত্যাকা-’ দাবি করে এর প্রতিবাদে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগে মশাল মিছিল থেকে গ্রেফতার হওয়া সাত ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়ন।

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বামধারার ছাত্র সংগঠনটি এ দাবি জানিয়েছে।

যৌথ বিবৃতিতে জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়া ও সাধারণ সম্পাদক প্রান্ত রনি বলেন, ‘কারাগারে বন্দিদশায় লেখক মুশতাকের রাষ্ট্রীয় হত্যার প্রতিবাদে পরদিন ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মশাল মিছিলে পুলিশ হামলা করে। পুলিশ শুধু শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা সেখান থেকে ছাত্র ইউনিয়নের ছয়জনসহ সাতজনকে গ্রেফতার করে এবং তাদের নামে ১০টি ধারায় মামলা দেয়।’

বিবৃতিতে সাত ছাত্রনেতার মুক্তি দাবি করে তারা বলেন, ‘অবিলম্বে ছাত্রনেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। ডিজিঢাল নিরাপত্তা আইনের মতো কালো আইনকে বাতিল করতে হবে এবং কারাগারে লেখক মুশতাকের রাষ্ট্রীয় হত্যাকান্ডের  তদন্ত করে বিচার করতে হবে।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি লেখক মুশতাকের মৃত্যুর বিচারের দাবিতে বাম ছাত্রজোটের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের জেরে প্রগতিশীল ছাত্রজোটের সাতজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে হত্যাচেষ্টা মামলাসহ বেশ কয়েকটি ধারায় মামলা করে।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions