বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪
খাগড়াছড়িতে পুলিশ মেমোরিয়াল ডে

সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের সেবা ও আস্থা অর্জন করতে হবে

প্রকাশঃ ০১ মার্চ, ২০২১ ০৭:২৩:২২ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৮:৩০:২৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও কর্তব্যকালীন সময়ে আত্ম-উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে মেমোরিয়াল ডে পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে মেমোরিয়াল ডে’র আয়োজন করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আওরঙ্গজেব মাহবুব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের উত্তরসুরী পুলিশ বাহিনীর কয়েকজন সদস্যের নেতিবাচক কর্মকা-ের দায় পুরো বাহিনীকে নিতে হয়। একজন পুলিশ সদস্য হিসেবে এটি যেমন কষ্টদায়ক আবার লজ্জাজনক। তাই পুলিশ সদস্যদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেও জনগণের সেবা ও আস্থা অর্জনে ব্রতী হওয়ার নির্দেশনা দেন তিনি।

পরে দায়িত্ব পালনকালীন সময়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পদস্থ ৬ পুলিশ সদস্যের স্বজনদের ফুল, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions