বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

সাজেকে ১০ শয্যার হাসপাতাল নির্মানের পরিকল্পনা নিয়েছে সরকার: দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ২৭ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:৪০:৫৬ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৪৬:২২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সরকার রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ১০ শয্যার হাসপাতাল নির্মানের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও  রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

আজ রাঙামাটি শহরের কাঠালতলী সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, সাজেকে পর্যটকের আগমন বেড়ে যাওয়ায় এবং  স্থানীয় অধিবাসীদের স্বাস্থ্যসেবা দিতে এ পরিকল্পনা নেয়া হয়েছে। সহসা এ স্বাস্থ্য কেন্দ্র নির্মান কাজ শুরু হবে বলে তিনি জানান।

দীপংকর তালুকদার এমপি বলেন প্রতিনিয়ত বাধার মুখেও পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে যাচ্ছে। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে  রাঙামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। কিন্তু পার্বত্য আঞ্চলিক দল থেকে সকল উন্নয়ন কাজ বাস্তবায়নে বাধা দেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, এলজিইডির সহকারী প্রকৌশলী রনি সাহা, ৭নং ওয়ার্ডের কমিশনার জামালউদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর অর্থায়নে ৬১ লক্ষ টাকা ব্যয়ে এ স্কুল ভবন নির্মাণ করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions