শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২১ ০৭:০৯:৪৮ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৫:৪২:২১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বান্দরবানে ৬৯ পদাতিক ব্রিগেডের উদ্যোগে “বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন প্রতিযোগিতা” অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবান সেনানিবাসের মাঠ থেকে এই প্রতিযোগিতাটি শুরু হয়।

৬৯পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক  (এনডিসি,এফডব্লিউসি,পিএসসি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এসময় তার সাথে সদর জোনের অধিনায়ক লেঃ কর্নেল আখতার উস-সামাদ রাফি সহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বান্দরবান সেনানিবাস এলাকা থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয়ে  ৫ কিলোমিটার পথ অতিক্রম করে ম্যারাথন প্রতিযোগিরা, প্রতিযোগিতায় দেড় শতাধিক সেনাসদস্য অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় সৈনিক মেহেদী হাসান ২১ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান , সৈনিক কাফিউল দ্বিতীয় ও  সৈনিক অনিক হোসেন তৃতীয় স্থান অধিকার করে।

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions