শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

মহালছড়িতে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশঃ ০৫ জানুয়ারী, ২০২১ ০৫:৫০:২২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:৫৭:৫১

সিএইচটি টুডে ডট কমম মহালছড়ি খাগড়াছড়ি)। খাগড়াছড়ির মহালছড়িতে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগ, মহালছড়ি উপজেলা শাখার আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।


৪ জানুয়ারি সোমবার বিকাল ৩ টার দিকে মহালছড়ি উপজেলা আওয়ামিলীগ এর দলীয় কার্যালয়ের সামনে  বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর আগে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ের সামনে থেকে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতা কর্মীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‍্যালিটি মহালছড়ির প্রধান প্রধান গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা টাউন হলস্থ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে, এরপর দলীয় কার্যালয়ে এসে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে রনজিৎ দাশ এর সঞ্চালনায় ও জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও প্রধান বক্তা হিসেবে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদদীন।  বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি চিন্তাহরণ শর্মা, সাবেক সাংগঠনিক মোঃ সুলতান মাহমুদ, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক অপু কুমার দাশ, যুবলীগ সভাপতি দীপন ধর, সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ, ক্যায়াংঘাট ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ শফি আলম, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মোঃ আব্দুর রশিদ, মোঃ রোকন মিয়া, রিপন ওঝা, সানি দাশ, মোঃ ফরিদুল ইসলাম, আশরাফুল ইসলাম মিঠুন সহ বিভিন্ন ইউনিটের সভাপতি/সম্পাদক, কর্মীসমর্থক সহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions