শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

পাহাড়সহ সারাদেশে নারী, শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

প্রকাশঃ ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৩১:০২ | আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ ০১:০৩:২৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারী,শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সচেতন ছাত্র সমাজ ও সচেতন নাগরিক, মানুষের জন্য ফাউন্ডেশন,পার্বত্য চট্টগ্রাম ইউম্যান রিসোর্স নেটওয়ার্কসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে রবিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বান্দরবানের বিভিন্ন এলাকার নারী-কিশোরী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন নারী নেত্রী ও মানবাধিকার কর্মী ডনাই প্রু নেলী,দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি অংচ মং মারমা,এডভোকেট সারা সুদীপা,এডভোকেট  মাধবী মারমা,মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি উহ্লায়ি মারমাসহ নারীনেত্রীরা।

মানববন্ধনে বক্তারা এসময় অবিলম্বে খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান,সেই সাথে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো কঠোর হওয়ায় আহবান জানান।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions