বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে পৃথক ঘটনায় পানিতে ডুবে একদিনে ৩ জনের মৃত্যু

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০ ১২:১২:৩৮ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ১১:৪৭:৩৭
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ের রাইখালীতে পৃথক দূর্ঘটনায় গোসল করতে নেমে পানিতে ডুবে একদিনেই ৩কিশোর-কিশোরীর মৃত্যু খবর পাওয়া গিয়েছে।

শনিবার (১৯ই সেপ্টেম্বর) রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুর ও পূর্বকোদালা খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় তারা। নিহতরা হলেন, চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২), রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাইখালী বাজারের কাজীপাড়া জামে মসজিদের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় চন্দ্রঘোনার রেশম বাগানের এনামুলের ছেলে মিজানুর রহমান (১২)। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে রাইখালী ইউনিয়নের দূর্গম পূর্বকোদালা খালে শনিবার (১৯ই সেপ্টেম্বর) দুপুর ২ টায় গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়, রাইখালীর পূর্ব খন্তাকাটা এলাকার মফিজুর রহমানের কন্যা মাকসুদা আক্তার (১১), রাইখালীর জঙ্গল কোদালা বাজারের মহিবুল্লাহর মেয়ে হাফসা আক্তার (১২)। পরে স্থানীয় ডুবুরীর মাধ্যমে ৪ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৭টায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

তিনি জানান, কাজীপাড়া জামে মসজিদের পুকুরে ডোবা কিশোর মিজানুর রহমান স্থানীয় রাইখালী বাজারের মোড়ের সেকান্দরের দোকানে শিশু শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে খন্তকাটা এলাকায় নিহত হওয়া শিশু দুজনই রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক বলেন, শিশুদের প্রতি আমাদের আরও বেশি যতœবান হতে হবে। প্রতি মুহুর্তেই শিশুদের গতিবিধি লক্ষ্য করতে হবে তাহলে এমন দূর্ঘটনা থেকে বাঁচা সম্ভব।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions