শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে সেনাবাহিনীর ত্রাণ তৎপরতা অব্যাহত

প্রকাশঃ ১৯ সেপ্টেম্বর, ২০২০ ০৪:১০:০১ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ১১:৩১:২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনাকালীন সময়ে অভাবে থাকা অসহায় দুস্থ খেটে খাওয়া মানুষের ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙামাটি রিজিয়নের তত্বাবধানে আজ শনিবার সকালে রাঙামাটি সদর উপজেলার বাচ্চুরি শুকনা বিল ও ভেদভেদী এলাকায় রাঙামাটি সদর জোন কমান্ডার লে:  কর্ণেল মো: রফিকুল ইসলাম পিএসসির নেতৃত্বে সেনা সদস্যরা ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়। এসময় রাঙামাটি সদর জোনের অফিসার মেজর মো: আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাসের প্রার্দুভাব মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি সাধারন জনগনকে সামাজিক দুরত্ব বজায় রাখা, জনসচেতনতা গড়ে তোলাসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা আর্তমানবতার সেবায় দু:স্থ জনগনের মাঝে ত্রাণ বিতরণ ও স্বাস্থ্য সেবা দিয়েছে আসছে সেনাবাহিনী। তারই ধারাবাহিকতায় রাঙামাটি সদর উপজেলার বাচ্চুরি শুকনা বিল ভেদভেদী নতুন পাড়ায় অসহায় পাহাড়ী ও বাঙালী পরিবারগুলোর মাঝে সামাজিক দুরদ্ব বজায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় সেনা কর্মকর্তারা জানান, বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যাতেও দেশের যে কোন ক্রান্তিলগ্নে এধরণের সেবামুলক কার্যক্রম অব্যাহত রাখবে।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions