শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
কাপ্তাইয়ে এমপি দীপংকর তালুকদার

আত্ম কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে হবে : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ১৪ সেপ্টেম্বর, ২০২০ ১১:৫৪:২৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৬:১৪:৩০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, একজন মহিলা স্বাবলম্বী হলে তাঁর পরিবার এমনকি সমাজ স্বাবলম্বী হয়। আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন ঘটাতে হবে। একটি মেশিন থেকে আয় বৃদ্ধি করে আরও মেশিন ক্রয় করে নিজেদের সংসারকে পরিপূর্ণ করতে হবে।  

সোমবার (১৪ই সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমার সভাপতিত্বে কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি জেলা পরিষদের সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক সহ বাকী ইউপি চেয়ারম্যানদ্বয়, উপজেলা আওয়ামীলীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নের ৪৯জন দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions