শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে মদসহ বাস চালক বাচ্চু আটক

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০২০ ০৬:৪৫:৫৬ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ১১:৫৪:২৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই থেকে এস আলম পরিবহন যোগে ঢাকায় মদ পাচারের সময় বাস চালক  দিলিপ কৃষ্ণ কুন্ডু প্রকাশ বাচ্চুকে (৫০) আটক করেছে ওয়াগ্গাছড়া জোন ৪১ বিজিবি। এস আলম পরিবহনের চালক বাচ্চু চট্টগ্রামের রাউজান উপজেলার দেওয়ানপুরের মৃত অনিল কুন্ডুর ছেলে বলে জানায় পুলিশ।

কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, দিলিপ কৃষ্ণ কুন্ডু প্রকাশ বাচ্চু (৫০) নামের এক ব্যক্তিকে অভিযান চালিয়ে রোববার (১৩ই সেপ্টেম্বর) সকালে দেশীয় তৈরী চোলাই মদ পাচারের সময় হাতেনাতে আটক করে কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ জোন বিজিবির সদস্যরা।  পরে কাপ্তাই বিজিবির হাবিলদার মো. আব্দুল জব্বার বাদী হয়ে কাপ্তাই থানায় বাচ্চুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ২৪(ক) ধারায় মামলা দায়ের করেন। সোমবার তাকে রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions