বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

মুজিব বর্ষ উপলক্ষে খাগড়াছড়িতে ২ লক্ষ চারা বিতরণ

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২০ ১১:২৬:৩৪ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ১১:১৪:৪৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে মুজিব বর্ষ উপলক্ষে ২ লক্ষাধিক চারা ও বিভিন্ন ফলদ বৃক্ষের কলম বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে চারা ও কলম বিতরণ অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উসেশিং, এমপি।

এ সময় খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের লক্ষে সরকার আন্তরিক। সে লক্ষে বিভিন্ন ফলদ ও ওষুধি বাগান সৃষ্টির লক্ষে সরকার সহযোগীতা দিয়ে যাচ্ছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
 
প্রান্তিক কৃষক ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের মাঝে এসব চারা বিতরণ করা হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions