শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে ২ শিশুসহ করোনায় মোট আক্রান্ত ৩৭

প্রকাশঃ ০৪ জুনe, ২০২০ ০৫:০৯:০৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৭:৩৭:১২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান জেলায় গেল ২৪ঘন্টায় নতুন করে আরো ২শিশু করোনা আক্রান্ত হয়েছে , নতুন আক্রান্তদের মধ্যে নাইক্ষংছড়ি উপজেলায় ২বছরের এক শিশু ও লামা উপজেলায় ৪বছরের এক শিশু রয়েছে।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বুধবার রাতে বান্দরবান জেলায় নতুন করে ২জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তরা হলো, বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ২বছরের এক শিশু ও লামা উপজেলায় ৪ বছরের এক শিশু।

বান্দরবানের সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা বলেন,বুধবার সন্ধ্যায় নতুন করে ২জনের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে বান্দরবানে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৭জনে। নতুন আক্রান্ত ২ শিশুকেই হোম আইসোলেশনে রাখা হয়েছে।

সিভিল সার্জন ডা.অংসুই প্রু মারমা আরো বলেন, বান্দরবানে এই পর্যন্ত ৩৭জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এর মধ্যে ১৪জন সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছে। এই পর্যন্ত ১হাজার ৪শত ৩২জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং তার মধ্যে ৮শত ৯২জনের ফলাফল পাওয়া গেছে যার মধ্যে ৩৭জন পজেটিভ পাওয়া গেছে। তিনি আরো জানান, করোনা ভাইরাসের কারণে জেলায় এখনো কোন রোগীর মৃত্যু ঘটেনি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions