মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

রাঙামাটি সদর উপজেলার বিভিন্ন স্থানে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২৯ মার্চ, ২০২০ ১২:২১:৩৩ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ০২:০২:২৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাস প্রতিরোধে  ঘরে থাকা শ্রমজীবি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রাঙামাটি সদর উপজেলা পরিষদ।

আজ রোববার  দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার মগবান ইউনিয়নের বিভিন্ন এলাকার দরিদ্র ও দিনমজুর পরিবারের ঘরে ঘরে এসব খাদ্য সহায়তা পৌঁছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা উপমা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তর্পন দেওয়ান, মগবান ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা উপস্থিত ছিলেন।

এদিন ইউনিয়নের ১৪৮টি দরিদ্র পরিবারকে এসব খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নের দরিদ্র পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বরাদ্দকৃত বাড়ি বাড়ি গিয়ে এসব খাবার পৌঁছে দেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ জোহরা উপমা সাংবাদিকদের জানান, প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরের বাইরে না যেতে সরকারি ভাবে নির্দেশনা দেয়া হয়েছে। ঘরের বাইরে না যেতে পারায় খাদ্যের সংকট দেখা দিয়েছে দিনমজুর ও দরিদ্রদের পরিবারে। এই অবস্থায় সরকার তাদের পাশে দাড়িয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions