মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

করোনা প্রতিরোধে বান্দরবানে দোয়া মাহফিল

প্রকাশঃ ২৭ মার্চ, ২০২০ ০৬:৪৮:০০ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০১:১৮:৩৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রামক রোধে বান্দরবানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের হলরুমে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  এসময় দোয়া মাহফিলে বান্দরবানের বিভিন্ন মসজিদের খতিব ও ইমামরা উপস্থিত থেকে দেশ ও জাতির কল্যাণে দোয়া করে এবং করোনা ভাইরাসের সংক্রামক থেকে সবাইকে সুস্থ থাকতে আহবান করে।

দোয়া মাহফিলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,সদস্য মোজাম্মেল হক বাহাদুর,সিং ইয়ং ¤্রাে,বান্দরবান সদর থানা মসজিদের খতিব মো:নুরুল আমিন,স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেহ মাও:আব্দুল্লাহসহ বান্দরবানের বিভিন্ন মসজিদের খতিব ও ইমামরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত বিভিন্ন মসজিদের খতিব ও ইমামদের স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা সিভিল সার্জন ডা:অংসুই প্রু মারমা। এসময় সিভিল সার্জন সবাইকে সাবান দিয়ে হাত পরিস্কার রাখা ,মুখে মাস্ক ব্যবহার করা ও স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্বাস্থ্য সর্ম্পকিত তথ্য সর্ম্পকে অবগত থাকা এবং সকলে জানানোর আহবান জানান।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions